অধ্যক্ষের কথা

 

আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ। মনোরম ও সুষ্ঠ পরিবেশে দক্ষ ও যোগ্য শিক্ষকদের পাঠদানে প্রতিবছর সন্তোষজনক ফলাফল অর্জন বিশেষ করে বিগত কযেক বছরে ধারাবাহিকভাবে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণের সংখ্যা কাজিপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশী হওয়ায়  আমরা গর্বিত। আগামীতে শতভাগ পাসের প্রত্যাশা ও প্রচেষ্টা রয়েছে আমাদের। নিয়মানুবর্তিতা এবং সার্বিক শৃঙ্খলার অনুশাসনে শিক্ষার্থীরা মেধা ও বুদ্ধি বিকাশের সুযোগ পাচ্ছে এখানে। কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য সৃজনশীল ক্ষেত্র তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়। বুদ্ধিচর্চা ও সংস্কৃতি চেতনাকে উজ্জীবিত করার জন্য প্রতি বছর বই পড়া প্রডিতযোগিতা, সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাহিত্য চর্চায় প্রকাশ করা হয় বার্ষিকী এবং দেয়াল পত্রিকা। ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস পড়ে তোলার জন্য কলেজের লাইব্রেরীকে সুসজ্জিত করা হয়েছে। এশিয়া ফাউন্ডেশন থেকে প্রাপ্ত প্রায় ১২ লক্ষ টাকার নানা ধরণের বই কলেজের লাইব্রেরীকে  সমৃদ্ধ করেছে।কলেজেটি ২০১৯ সালের ১৮ জুলাই সরকারিকরণ করা হয়।

 bangabandhudegreecollege_pricipal                                                                                                                                                            মোঃ আব্দুর রাজ্জাক

অধ্যক্ষ
মোবাইল: ০১৭১৯৫৩৭৩

ই-মইেল: aprazzak@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *